প্রেমে বৈধ বা অবৈধ বলার কিছু নেই

আমার খুব হাসি পায় যখন আমি প্রেমিকদের দেখি যারা তাদের প্রিয়জনকে বলে যে তার হাসি মোনালিসার মতো এবং যখন তারা সমকামিতার বিরুদ্ধে কঠোর স্ট্যাটাস লেখে। লিওনার্দোর সমকামিতা কি তাদের অজানা থাকার কথা নয়? প্রাচীন মিশর, ওসিরিয়ান এমনকি বাংলার ইতিহাসেও প্রাচীনকাল থেকেই সমকামিতার অস্তিত্ব রয়েছে।

আবার অনেকে বলেন, সমকামিতা প্রকৃতি বিরোধী। সমকামীরাও প্রকৃতির অংশ। বিড়াল, কুকুর, ছাগল, সিংহ, র্যাকুন, হাতি, ডলফিন, স্যামন মাছ, বাইসন, কোয়ালা ভালুক, বাদামী ভালুক, মুরগি, পেঙ্গুইন, সামুদ্রিক গুল, কাঠের কচ্ছপ, গার্টার সাপ এবং অন্যান্য পাঁচশো প্রজাতির মতো সমকামীরা প্রকৃতির অংশ।

অনেকে বলেন সমকামিতা নোংরা। এটি আসলে তার মানসিকতার পরিচয় যা মানুষে মানুষে পরিবর্তিত হয়। কারণ সমকামিতা যদি নোংরা হয়, তাহলে নারী-পুরুষের যৌন মিলনও নোংরা। তখন কিছু বলেন না কেন?

অনেকে আবার মনে করেন সমকামিতা এক ধরনের মানসিক রোগ। না। এটা আপনার মানসিক সমস্যা যে আপনি সমকামীদের স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবেন না। আপনি আপনার গোঁড়া ধর্মের “মূল্যবোধ” থেকে আপনার নিষিদ্ধতা অপসারণ করতে পারবেন না। আর কিছু নেই।

অনেককে বলতে শোনা যায়, “পৃথিবীতে সবাই সমকামী হলে কে প্রজনন করবে?” কিন্তু কেন? সমকামীরা কি বিষমকামী মানুষকে হত্যা করে? সমকামীরা এই পৃথিবীতে সংখ্যালঘু, তারা বিষমকামীদের বিরক্ত করতে জানে না! যারা নারীকে ভালোবাসে এবং যে নারীরা পুরুষদের ভালোবাসে তারাই পৃথিবীতে বাচ্চা সরবরাহ করবে। পৃথিবীতে বাঘ আছে, তাই সিংহের দরকার নেই?

আসলে ভালোবাসা একটা পবিত্র অনুভূতি, বৈধ বা অবৈধ বলতে কিছু নেই!

17 Responses

  1. মিথ্যা তথ্য দিয়ে মানুষ কে বিভ্রান্ত করবেন না।

  2. ভাই একদম সত্য কথা বলসেন।কিন্তু আপনি এত সাহস পাইলেন কই?

  3. তুই ও তো মনে হয় পাকি গো জারজ হইয়া জন্মাইসাস।খাঙ্কির পলা তোর জন্মের কোন থিক আছে।দুরে বইসাই খালি কথা কইতে পারবি সাহস থাকে তো সামনে আয়

  4. একদম ফালতু একতা লেখা। আর এসব লেখা লিখতে না দিলেই বলেন আপনাদের বাক স্বাধীনতাতে আঘাত দেয়া হয়েছে। একজন রিজেনেবল মানুষকে জিজ্ঞেস করলেই বুঝতে পারা যাবে যে এই লেখাটা শুধু ইসলাম ধর্মকে আঘাত করবার জন্যই আসলে করা হয়েছে। অন্য কিছু নয়। সাম্প্রদায়িক দাঙ্গা বাধানর ধান্দা।তুই খালি দেশে আয়।তার পর দেখ তর কি হয়।

  5. ঠিক বলসেন ভাই।খালি নামে অসাম্প্রদায়িকতা।আসলে সসাম্প্রদায়িক দেশ।

  6. উসাকনি মুলক কথা ।বিদেশে থাইকা এইগুলা কেম্নে দেখেন আম্রাত সালা দেশে আছি এইগুলা তো দেখি না খালি ফালতু কথা

  7. আপনি হচ্ছেন একজন কাফের। একজন কাফের হয়ে আপনি ইস্লামের ব্যাপারে লেখেন কোন সাহসে?

  8. হাজী মোহাম্মাদ হাফিযুল রহমান says:

    আল্লাহ যার উপর উপর গজব ফেলে তার কোনো ধর্ম এমনিতেই থাকেনা। জামা ছাড়া যেমন মানুষ ন্যাঙ্গটা তুই ধর্ম ছাড়াও তেমন ন্যাংটা

  9. শুয়োরের বাচ্চা। তোকে একবার হাতের কাছে পাইলে মন ভইরা কোপাইতাম, আর তোর কাটা শরীর কুত্তারে খাওয়াইতাম।

  10. তোকে পাইলে আমি কিরিচ দিয়ে টুকরা টুকরা কুরতাম ইব্লিসের বাচ্চা।

  11. তোকে ধরে জবাই করা হবে একদিন। লন্ডনে থাকস আর যেই বালেই থাকস না কেন। সেইদিন তুই ধর্মের উপযোগিতা বুঝবি

  12. তুই যেইটা নিয়ে বুঝস না ওইটা নিয়া লেখস কেন? শালা বিদেশের মাটিতে বইসা যা মনে আসে তাই লিখবি?

  13. মুহম্মদকে মুসলমানেরা ভালোবাসে। তাই বলে আল্লাহর প্রতি ভালোবাসা কম এটা ঠিক নয়। আপনি ভালো করে ধর্ম বুঝেন না দেখেই এসব বলছেন

  14. নাস্তিকের বাচ্চা জারজ, ধর্ম আছে বলেই এই পৃথিবীটা আজ স্ট্যাবল। ধর্ম না থাকলে সব অশান্তিতে ভরে যেতো

  15. ইশ…কি সখরে বাবা!!! তোদেরকে যে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, এটাই তো বেশী

  16. তুই লন্ডনে থাকস বইলা মনে করতেছিস যে বেচে গিয়েছিস। আসলে কি তাই? অপেক্ষা করতে থাক। একদিন না একদিন তোর আসল ট্রেস আমরা পাবই

  17. লন্ডনে বইসা বালের লেখা লিকস? দেশে আয় সাহস থাকলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *