আমাদের প্রশাসন সমকামীদের অপরাধ বলে মনে করে, কিন্তু সমকামী যৌনতায় কোন অপরাধ নেই। এটি শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া।
সমাজে যেমন হিজড়া সম্প্রদায় রয়েছে তেমনি সমকামীরাও রয়েছে, যারা একই লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে না। চিকিৎসা বিজ্ঞানের মতে, সামাজিক কুসংস্কারের কারণে তাদের মধ্যে কোনো অসুস্থতা নেই, তারা সমাজে ঘৃণা করে, তারা সমাজ ছাড়তে বাধ্য হয়। যেহেতু তারা তাদের অভ্যাসের জন্য দায়ী নয়, এবং যেহেতু এই সম্প্রদায়ের লোকেরা বিষমকামী সম্প্রদায়ের মতোই সমাজের শিক্ষা, ব্যবসা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজে ভাল করছে, তাই মানবতাবাদী সংগঠনগুলি সমাজে তাদের বৈষম্য নিয়ে সোচ্চার হয়েছে। মানবতা সব ধর্মের উপরে, মানুষকে তাদের জাতি-লিঙ্গ বা ধর্ম দিয়ে বিচার করা উচিত নয়।
আজ, ভারতের সুপ্রিম কোর্ট সমকামী বিবাহ এবং একে অপরের সাথে একসাথে বসবাসের পক্ষে রায় দিয়েছে। এর সাথে, 377 ধারা বিলুপ্ত করা হয়েছিল। যারা ভারতে এবং ভারতের বাইরে সমকামীদের আইনি অধিকারের জন্য কাজ করেন তাদের জন্য এটি একটি যুগান্তকারী অগ্রগতি।
তবে আমাদের দেশে এখনো সমকামীদের নোংরা চোখে দেখা হয়। বুঝতে পারছি না, কে সমকামী, কে বিষমকামী, কে কার সাথে যৌন মিলন করবে তা নিয়ে মানুষের এত আগ্রহ কেন! প্রকৃতপক্ষে, এই লোকেরা যৌন হতাশায় ভোগে; এই লোকেরা নিজেরা সন্তুষ্ট নয়, তাই তারা অন্যের কাজকর্মে নিজেকে নিযুক্ত করে। সে সমকামী হোক বা বিষমকামী; যদি ধর্ষণ না হয়, প্রতারণা না হয়, কারো বা সমাজের হস্তক্ষেপ করার অধিকার নেই।
21 Responses
অনেক মন দিয়ে দু’বার পড়লাম। অনেক কিছু জানতে পারলাম ভাইয়া। অনেকেই আপনাকে কটু মন্তব্য করেছে। আপনি দমে যাবেন না।
তোদের মত কিছু ইসলাম বিদ্বেষী ব্যাক্তিরাই এইসব মিথ্যে ছড়াস বিদেশের মাটিতে বসে।
নাস্তিকের বাচ্চা ইসলাম নিয়ে উল্টাপাল্টা লিখিস? মরণের ভয় নাই তোর? দেশে আসবি না তুই? কয়দিন থাকবি দেশের বাইরে? একবার খালি দেশে আয়। তোর কি অবস্থা করি বুঝবি।
লেখস তো শুধু ইসলামের বিরুদ্ধে, অন্য ধর্মের বিরুদ্ধে কি লিকিশ সবই দেখি। তোরে গর্দান এক কোপে ধড় থেকে ফেলে দিতে পারলে ভালো লাগতো
কুত্তারবাচ্চা। এখনো ভালো হস নাই, এখনো এইসব বাল ছাল লেখা থামাস নাই। যখন সব হারাবি তখন বুঝবি। মাথায় রাখবি লন্ডনেও আমাদের এজেন্ট আছে। রেহাই নেই তোর।
খানকির বাচ্চা তুই ইসলাম ধর্ম নিয়েই কেন লিকিশ? শালি ভারতের দালাল
তুই তো একতা কাফের আর মুরতাদ। তোর লেখার কোনো দামই আমাদের মুসলিমদের কাছে নেই
আপনার লেখা সমসময়ই ভাল হয়।
আপনারা বাছলে বাংলাদেশ বাঁচবে।আপনাদের মত লেখক আছে বলেই বাংলাদেশ টিকে আছে।
আমাদের চকচকে চাপাতি অপেক্ষা করছে তোর জন্য। খালি অপেক্ষা কর সেই সময়ের ও সুযোগের।
তোরে কাইটা কুচি কুচি না করা পর্যন্ত শান্তি নাই। দেশে আয় একবার শুধু।
খাঙ্কির বাচ্চা তুই আল্লাহকে নিয়ে গবেষনা করিস? তুই একটা অবিশ্বাসী, তুই কি ন্যাসঙ্গত ভাবে আল্লহাওকে বিশ্লেষন করবার যোগ্যতা রাখস? তুই এক পক্ষীয় একটা হারামী। ইবলিশ শয়তান
এইগুলা হোলো আপনার অজ্ঞতার কারনে বলা।
আসলে এই সময়ে র্যাশনাল চিন্তার কোন স্থানই মনে হয় নেই। সবাই কেমন জানি খুব উগ্র হয়ে যাচ্ছে
আপনার লেখা দারুণ
আসলে তোকে এসব দিয়ে হবে না। তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসাতে হবে। তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে
শালি মানুষকে অনেক জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়ে পাঠায়নি তাই এসব ভেবে তুই কুল পাবিনা
আমি আপনাকে ধর্মের পথে আহবান করছি
তুই একটা ইহুদীর দালাল। থাকস লন্ডনে আর গালাগালি করস ইসলামকে। তোর মতো নাস্তিক-মুরতাদের বাঁচার কোনো অধিকার নাই। তুই মরবি আমাদের হাতে। চাপাতি নিয়া অপেক্ষায় আছি।
তুই সমাজের শত্রু। শুয়োরের বাচ্চা।
ইসলাম সম্পর্কে আজাইরা কথা না লিখলে ভালো লাগে না, না?