মুসলমানদের মধ্যে একটি কথা খুবই জনপ্রিয়- বাংলাদেশি হিন্দুর এক পা ভারতে! বাংলাদেশের মুসলমানরা ধরে নেয় যে বাংলাদেশের প্রতিটি হিন্দুই ভারতীয় দালাল। তারা খুব বিলাসী, সুযোগের অপেক্ষায় যে কখন ভারতে অর্থ পাচার করা যায় এবং এক পর্যায়ে তারা তাদের জন্মভূমি ছেড়ে ভারতের দিকে চলে যায়। এই শব্দগুলো মুসলমানদের মধ্যে খুবই জনপ্রিয়।
কিন্তু মুসলমানরা কি কখনো ভেবে দেখেছেন যে কেন বাংলাদেশের হিন্দুরা তাদের জন্মভূমি, জন্মভূমি ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হচ্ছে? কিন্তু মুসলমানদের কিছুই অবশিষ্ট নেই, তারা মনে করে হিন্দুদের মধ্যে ‘দেশপ্রেম’ নেই এবং ভারতে গেলে তারা খুশি হয়!
আরেকটি প্রশ্ন, বাংলাদেশের কতজন হিন্দু তাদের সম্পত্তি ও জমি বিক্রি করে সঠিক মূল্য পায়? কত শতাংশ টাকা বিক্রি করে তারা হাতে পায়? আমি জানি আমাদের দেশের কোন মুসলমান এর উত্তর দিবে না!
আমি বলছিলাম, বাংলাদেশের হিন্দুদের এক পা ভারতে আছে- বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, তারা তাদের সম্পত্তি, সুখ, সবকিছু ছেড়ে প্রাণের ভয়ে ভারতে পালায়। তাদের জন্য, ভারত একটি বিদেশী দেশ, সেখানে তাদের ভাল থাকার দরকার নেই, তবে তারা তাদের জীবন বাঁচাতে ভারতে পালিয়ে যায়।
বাংলাদেশে হিন্দুদের উপর মুসলিম নির্যাতনের কোন ঘটনাই অজানা নয়। বাংলাদেশে বসবাসকারী প্রতিটি হিন্দু, হ্যাঁ, প্রতিটি হিন্দু তার জীবনের কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে মুসলমানদের দ্বারা নির্যাতিত হয়েছে, এবং শিকার হচ্ছে। সম্পত্তি হোক, সামাজিক কাজ হোক বা কর্মক্ষেত্রে, তারা সর্বত্র বঞ্চিত, হয়রানির শিকার এবং সর্বদা হয়রানির শিকার হচ্ছে। কয়েকদিন আগে খবর দেখলাম- “মৌলভীবাজারে হিন্দু পরিবারকে ইসলাম ধর্ম গ্রহণের হুমকি দেওয়া হয়েছে”। এভাবে বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুরা হামলার শিকার হচ্ছে, নানা ধরনের হুমকির সম্মুখীন হচ্ছে। কিন্তু মুসলমানদের কি আসে যায়?
শুধু হিন্দুরা নয়, যাদের সামর্থ্য আছে, তারা পারলে বাংলাদেশ ছেড়ে চলে যায়। যারা ইউরোপ-আমেরিকার মতো ভালো দেশে যাচ্ছেন, তারা কেউ দেশে ফিরতে না চাইলেও পরিবারসহ সবাইকে নিয়ে দেশের বাইরে যেতে চান। কিন্তু দেশ ত্যাগের দোষ শুধু হিন্দুদের।
আর টাকা পাচার? ধনী মুসলমানদের নিয়ে কিছু না বললেও, যদি শেখ পরিবারের শ্বশুরবাড়ি, নুলা মুসার বিদেশে থাকা সব সম্পত্তির হিসাব করা হয়, তাহলে কি দেশের সব হিন্দুর সম্পত্তির সমান হবে? কিন্তু এটা শুধু হিন্দুদেরই দোষ!
বাংলাদেশের মুসলমানদের প্রতি আমার আহবান, এইসব ভন্ডামি থেকে বেরিয়ে আসুন, বাংলাদেশের প্রতিটি হিন্দু অসহায়, এটা শুধু হিন্দুরাই জানে। তাদের অপমান না করে তাদের জন্য দায়ী হোন। এটা তাদের দেশ, তারাও এদেশে শান্তিতে থাকতে চায়। আর একমাত্র আপনিই পারেন এই বাংলাদেশকে বসবাসের জন্য একটি ভালো জায়গা। আমি জানি এতে অনেক সময় লাগতে পারে, আসুন! বাংলাদেশের হিন্দুরা যেন একটু সাহসী হয়ে বাঁচে, এটাই আমার কামনা।
17 Responses
ভাই আপনার এই লেখা পড়ে আমার অনেক খারাপ লাগছে।আপনাকে অনেক ধন্যবাদ।
এই শোন নাস্তিকরা তোদেরকে কেউ বিশ্বাস করে না।তোদের এই লেখাকে কেউ বিশ্বাস করে না।
এই কুওার বাচ্চা আল্লাহকে নিয়ে বিরুদ্ধে কিছু লিখলে তার পরিণতি কিন্তু ভালো হবে না।
আর যেনও কোথায় পাহাড় ধস এর ঘটনায় কেউ যেনও মারা না যায়।
একজন ব্লগার এর লেখাকে আমার কাছে হাস্যকর মনে হয়।
নাস্তিক এর বাচ্চা তোর এই লেখা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে
শহিদুল ইসলাম এর ঘটনায় সত্যি অনেক খারাপ লাগছে
শহিদুল ইসলামে ঘটনাটি সত্যি আমার কাছে অনেক খারাপ লাগছে।
আমার মনে হয় সে তার নিজের কুকর্ম কারণে তাকে আজ জেলে যেতে হয়েছে।
hauar pula madarchud,go and fuck yourself , bloody wenker
ভাই আপনার এই কথার সাথে আমি একমত কারণ বাংলাদেশ সরকার নারীদেরকে দিন দিন পুরুষের চাহিদা মেটাতে নারীদেরকে বিদেশ গমন করতে হচ্ছে। যা খুব লজ্জাজনক।
তোকে এ বিষয়ে নাক গলাতে কে বলছে নাস্তিক এর বাচ্চা।
তুই এ বিষয়ে নাক গলাতে আসছিস কেনো তকে।বাংলাদেশ সরকারের বিরুদ্ধে লেখার তর এতো বর সাহস কোথায় থেকে আসে।
কুওার বাচ্চা তুই বাংলাদেশ সরকারের বিরুদ্দে কথা বলছিস কেনো।তুই কে।
এই ব্লগারের বাচ্চা তুই কে তর পরিচয় কি।তোকে আমি খুন করবো।
মালাউনের বাচ্চা মুসলিমদের প্রতি তোর এতো হিংসা কেনো।
নাস্তিক মুক্তমনা ব্লগার দের বাংলাদেশ থেকে এদের বিতাড়িত করা হউক।